![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsoktvtCcWCKSFrvjl2bOLmg5Uvz6WO7y77hXRd1e-sxZ0vq_UsIhZKoT6tB80GqeOBd5dzALSK6IHe9PltOt-lahi3phDaxgYBOn_CoIablh3u69HhOis-V_3in3t9bYQkAFV3IA_sJc/s1600/Screen+Shot+2020-08-15+at+1.10.50+PM.png)
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ ৮ গোল দিল মেসির বার্সিলোনাকে। খেলার ফল ৮–২। আগাগোড়া প্রাধান্য বজায় রেখে সেমিফাইনালে চলে গেল জার্মানির ক্লাব। মেসি ছিলেন নিষ্প্রভ। কার্যত মেসি, সুয়ারেজ, গ্রিজম্যান, ভিদাল, পিকের বার্সাকে নিয়ে ছেলেখেলা করেছে বায়ার্ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ইতিহাসে এত বড় ব্যবধানে হারেনি কোনও দলই। বায়ার্ন মিউনিখের কাছে বার্সিলোনা বিধ্বস্ত হওয়ার পরে ভেঙে পড়েছেন সমর্থকরাও। স্পেনের সংবাদমাধ্যমের জানাচ্ছে, মেসিদের হেড কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। গত ১৪ জানুয়ারি আর্নেস্টো ভালভার্দেকে সরিয়ে সেতিয়েনকে বার্সার কোচ করা হয়েছিল।। বার্সিলোনার প্রেসিডেন্ট বার্তেমিউ জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ এরইমধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে সরকারি ঘোষণা হবে। এই দিনটা ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার দিন।
Post a Comment
Thank You for your important feedback