চিনে মাস্ক পরা এখন আর বাধ্যতামূলক নয়


করোনা সংক্রান্ত বিধিনিষেধ এবার শিথিল করছে চিন। এখন থেকে মুখে মাস্ক পরাও আর বাধ্যতামূলক নয় বেজিংয়ে। শুক্রবার বেজিংয়ের স্বাস্থ্যদফতর জানিয়েছে,এখন মাস্ক না পরেই বাড়ির বাইরে যেতে পারবেন সে দেশের নাগরিকরা। বেজিংয়ে গত ১৩ দিন নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। বাকি দেশেও পাঁচদিনে নতুন করে করোনায় আক্রান্তের খবর নেই। সরকার বিধিনিষেধ তুলে নিলেও, এখনই মাস্ক না পরে বেরতে সাহস পাচ্ছেন না নাগরিকরা। ২০১৯ সালের শেষে চিনের উহানেই প্রথম নোভেল করোনা থাবা বসায়। তার পর একটানা লকডাউন চলার পর কয়েক মাসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে চিন। এপ্রিলে একবার মাস্ক পরায় নিষেধ শিথিল করা হয়েছিল বেজিং। কিন্তু বেজিংয়ে পাইকারি বাজারে ফের কয়েকজন আক্রান্ত হওয়ায় জুনে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয় সেখানে। এখন সংক্রমণের তালিকায় বিশ্ব তালিকায় ৩২তম স্থানে রয়েছে চিন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post