আবারও এক বিজেপি যুবমোর্চার নেতার ঝুলন্ত দেহ উদ্ধার রাজ্যে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপি নেতৃত্বের দাবি, শাসকদল তৃণমূলের আত্মহত্যার প্ররোচনাতেই আত্মহত্যা করেছেন বিজেপির এই যুবনেতা। অপরদিকে তৃণমূলের দাবি, প্রেমঘটিত টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনা হুগলির গোঘাটের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। শৌভিক মুখোপাধ্যায় নামে বছর ছাব্বিশের ওই যুবক গোঘাট ৪৬ নম্বর জেলা পরিষদ এলাকার বিজেপি যুব মোর্চার সভাপতি। রবিবার সকালে তাঁকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গেই তাঁকে গোঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর যায় গোঘাট থানায়, পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শৌভিকের। সেই সম্পর্ক নিয়ে নানাভাবে হুমকি ও প্ররোচনা দেওয়া হত তাঁকে। এই টানাপোড়েনের জেরেই আত্মহত্যা করেছে শৌভিক। তবে গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রেমঘটিত কারণেই আত্মঘাতী হয়েছেন ওই বিজেপির যুবনেতা। যদিও এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ জানাবে বিজেপি নেতৃত্ব।
Post a Comment
Thank You for your important feedback