প্রতি বছরই মহা ধুমধাম করে গণেশ পুজোয় মাতেন বলিউডের সেলেবরা। এবার ধুমধাম করার উপায় নেই। কারণ করোনার থাবায় থরহরি কম্প সকলেই। তবুও এই করোনা আবহে সিদ্ধিদাতা গণেশের পুজোয় মাতল বলিউড। অক্ষয় কুমার, অজয় দেবগন, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপূর, কঙ্গনা রানাউত থেকে শিল্পা শেঠি গণপতির আরাধনায় মাতলেন সকলেই।
বলিউডের সুপারস্টার সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে দিন কয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তিনিও ছেলে অভিষেক ও তাঁর গণেশ পুজো মণ্ডপের ছবি শেয়ার করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন।T 3634 - Ganapati Bappa moreya .. pic.twitter.com/zxmjvpJ8Vt— Amitabh Bachchan (@SrBachchan) August 21, 2020
গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন অক্ষয় কুমার। করোনা আবহে সকলকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাড়িতে লোক সমাগম এডা়নোর কথাও বলেছেন তিনি।#HappyGaneshChaturthi to you and your family. Please continue maintaining social distancing, avoid inviting people home and visiting people’s homes. May our Vighnaharta help us tide over these difficult times 🙏 Ganpati Bappa Morya! pic.twitter.com/t92scLsf2D— Akshay Kumar (@akshaykumar) August 22, 2020
প্রিয়াঙ্কা চোপড়াও টুইটার হ্যান্ডেলে নিজের বাবার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন উতসব পালন অন্যবারের থেকে খানিকটা আলাদা হলেও বিশ্বাস ও ভরসা সেই একই রকম আছে।Ganesh Chaturthi celebrations this year might be different from the usual but the spirit and faith will always remain the same.— PRIYANKA (@priyankachopra) August 22, 2020
May this festival bring a new beginning for all of us.🙏 #HappyGaneshChaturthi pic.twitter.com/obpuSg3VAp
অন্যদিকে বলিউডের নায়ক অজয় দেবগন গনেশ চতুর্থীর পুরোনো ভিডিও শেয়ার করেছেন। শান্তির কামনা করে টুইট করেছেন অজয় পত্নী কাজলও।Ganpati Bappa Morya 🙏#HappyGaneshChaturthi pic.twitter.com/oDhlWkZP9a— Ajay Devgn (@ajaydevgn) August 22, 2020
নিজের সাম্প্রতিক ইন্সটাগ্রাম পেজে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত গনেশ পুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।पार्वती पुत्र, विघनहरता, श्री सिद्धिविनायक अपनी कृपा रखना बनाए प्रभु 🙏#HappyGaneshChaturthi #गणेशचतुर्थी #GaneshChaturthi #GaneshChaturthi2020 pic.twitter.com/7hcvXMaa8y— Kangana Ranaut (@KanganaTeam) August 22, 2020
অন্যদিকে সইফ পুত্র তৈমুরের খেলার ছলে তৈরি গণপতিতেই মাতলেন করিনা কাপুর খান।
শিল্পা শেট্টিকেও সপরিবারে গনেশ পুজোয মাততে দেখা গেল। যদিও এবছর আর ধুমধাম, লোকসমাগম ছিলনা শিল্পার বাড়িতে।
সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। শীঘ্রই চিকিৎসার জন্য উড়ে যাবেন আমেরিকায়। এরমধ্যেই গণপতির আরাধোনায় মাততে দেখা গেল সঞ্জয়কে। স্ত্রী মান্যতাকে পাশে নিয়ে বাড়ির গণেশের ছবিও শেয়ার করলেন তিনি।
বলিউডের পাশাপাশি বাদ গেল না টলিপাড়াও। অভিনেতা দেব বাংলার ছেলে হলেও বেড়ে ওঠা মুম্বইতে । প্রতিবারের মত এবারও তাঁর অফিসে হল গণেশ পুজো।Ganapati Bappa Morya 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/zXCnjfUXbY— Dev (@idevadhikari) August 22, 2020
গণেশ আরাধনায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমিও। সোসাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি।Ganpati bappa maurya 🙏 pic.twitter.com/SLPgiAJdUa— Mimssi (@mimichakraborty) August 22, 2020
করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু ঘরের পুজোর ছবি শেযার করেছেন তিনিও।
Post a Comment
Thank You for your important feedback