মহারাষ্ট্রে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত ২, আটকে বহু

মহারাষ্ট্রের রায়গড়ে একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে দুজনের। পাশাপাশি ওই ধ্বংসস্তূপে আটকে পড়েছেন কমপক্ষে ১৮ জন চাপা পড়ে রয়েছেন বলেই অনুমান স্থানীয় প্রশাসনের। সোমবার সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রায়গড়ের কাজলপুর শহরের ‘তারিক গার্ডেন’ নামে ওই বহুতলটি। এরপরই দ্রুত উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাতের দিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) পাঠানো হয় পুনে থেকে। এনডিআরএফ-এর তিনটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। রায়গড়ের জেলাশাসক জানিয়েছেন, বহুতলটি প্রায় ১০ বছরের পুরোনো এবং সেখানে ৪০টি ফ্ল্যাট ছিল। প্রথমে প্রথম তিনটি তল ভেঙে পড়ে। তখনই ওই অ্যাপার্টমেন্টের কিছু বাসিন্দা নিরাপদ জায়গায় সরে যায়। নাহলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত বলেই মনে করছে স্থানীয় মানুষজন। তবে এখনও ওই ধ্বংসস্তূপের নীচে ১৮ জন চাপা পড়ে রয়েছে, তাঁদের উদ্ধার করার চেষ্টা করছে এনডিআরএফ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় একজন পথচলতি মানুষ মারা গিয়েছেন। ভেঙে পড়ার পর সময় তিনি বহুতলের সামনে দিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কেন কোন পরিস্থিতিতে বহুতলটি ভেঙে পড়ল সেটা জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন রায়গড়ের জেলাশাসক।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post