করোনা থেকে মুক্তিতে আরও ২ বছরঃ হু


দু’বছরের কম সময়ের মধ্যেই করোনার কবল থেকে বেরিয়ে আসা যাবে বলে দাবি বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু-র। বু প্রধান তেদ্রোস ঘেবরিয়েসাস বলেন, আজকের দিনে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মতো কিছু সমস্যা রয়েছে। তবে ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লুর তুলনায় আমাদের হাতে আরও উন্নতমানের প্রযুক্তি রয়েছে। এখানেই শেষ নয়। হু-এর তরফে স্পষ্ট বলা হয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাস্ক পরার যে নিয়ম রয়েছে, ১২ বছরের বেশি বয়সীদেরও একই নিয়ম মেনে চলতে হবে। গত ডিসেম্বরে চিনে প্রথম আত্মপ্রকাশ করেছে করোনাভাইরাস। কিছু রাষ্ট্রনেতা করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। এভাবে চলতে থাকলে, অদূর ভবিষ্যতে করোনা থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনাই দেখছেন না হু-র ডিরেক্টর জেনারেল। তাঁর মতে বহু দেশই ভুল পথে এগোচ্ছে এবং সংক্রমণ রোধে সঠিক পদক্ষেপ করতে পারছে না। সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩,১২০,২০২ জন। তারই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫,৭১৩,২৫২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০৩,২০১ জনের। মোট আক্রান্ত ও মৃতের নিরিখে বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে আমেরিকা। তারপরেই তালিকায় নাম রয়েছে ব্রাজিলের। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারতের নাম।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post