করোনা টিকার পেটেন্ট দিল চিন


প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সাফল্যের পর নিজেদের তৈরি করোনা ভাইরাসের একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চিন। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। সিজিটিএন জানিয়েছে, চিনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবারই রেজিস্ট্রি করেছে বেজিং। সিজিটিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, চিন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের উল্লেখ করে সিনহুয়া নিউজ এজেন্সিও জানিয়েছে, করোনার এই ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর। ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। সিনহুয়া বলছে, ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধে ভালো কাজ দেয়। এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের কথা জানায় রাশিয়া। তারা ইতিমধ্যেই করোনার টিকা তৈরি শুরু করে দিয়েছে।
খবর আপডেট
করোনা টিকার পেটেন্ট দিল চিন
চিনের ক্যানসিনো বায়োলজিকস তাদের এডি৫-এনকোভ টিকার পেটেন্ট পেয়েছে। রবিবার চিনা সরকারি সংবাদপত্র পিপলস ডেলি এই খবর জানিয়ে বলেছে, দেশের মেধাসম্পত্তি রেগুলেটরের নথি উদ্ধৃত করে তারা জানিয়েছে, এটিই সে দেশের প্রথম করোনা টিকার পেটেন্ট। গত ১১ আগস্ট পেটেন্টটি দেওয়া হয়েছে। ওইদিনই রাশিয়া তাদের টিকার কথা জানিয়েছিল। সৌদি আরবে এমাসেই ক্যানসিনোর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে। তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে কথা চলছে রাশিয়া, ব্রাজিল ও চিলির সঙ্গেও। চিনের দাবি, এই টিকা নিরাপদ ও কার্যকর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post