করোনার হাত থেকে কবে মিলবে রেহাই। বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু যদিও জানিয়েছে আপাতত রেহাই নেই। করোনা নিয়েই চলতে হবে মানুষকে। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেই অভিমত বিশেষজ্ঞদের। এবার এই নিয়ে আশার বাণী শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। তিনি জানিয়েছেন, আগামী দীপাবলির মধ্যেই দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।রবিবার এক ওয়েবিনারে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আশা করছি আগামী দুই-এক মাসের মধ্যেই, হয়তো দীপাবলির সময় আমরা করোনা ভাইরাসকে উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আনতে পারব।
স্বাস্থ্য সম্পর্কিত ওই ওয়েবিনারে তিনি আরও বলেন, ডা. দেবীপ্রসাদ শেট্টি ও ডা. সিএন মঞ্জুনাথের মতো বিশেষজ্ঞ ডাক্তাররাই এ ব্যাপারে সম্মত হয়েছেন যে, কিছু সময়ের মধ্যেই শেষ হবে এই অতিমারী। তিনি আরও বলেন, কোভিড টিকা তৈরির ক্ষেত্রে আমরা কোনও দেশের থেকে পিছিয়ে নেই। ইতিমধ্যেই তিনটি সম্ভাব্য টিকার ট্রায়াল শুরু হয়েছে দেশে। আরও কয়েকটি টিকার কাজ শেষপর্যায়ে। *সেগুলিরও ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। এই বছরের শেষের দিকেই করোনার টিকা আমরা পেয়ে যাব। দেশে রোজই ১০ লাখ মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে। ফলে খুব শীঘ্রই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন।
Post a Comment
Thank You for your important feedback