করোনায় আক্রান্ত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র


ফের শাসকদলের অন্দরে করোনার হানা। এবার করোনা পজিটিভ হলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন ডেপুটি মে য়র অতীন ঘোষ। কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীন ঘোষ রাজ্য রাজনীতিতে বেশ পরিচিত নাম। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি ছিলেন বিদায়ী পুরবোর্ডের মেয়র পারিষদ (স্বাস্থ্য)। তাঁরই করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিন্তায় পুর কর্তারা। সূত্রের খবর, অতীন ঘোষের সংস্পর্শে আসায় কলকাতার বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সহ সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকদের করোনা পরীক্ষা করানো হবে। পাশাপাশি স্যানিটাইজ করা হবে পুরসভার বিল্ডিং। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অতীনবাবু, বাড়ি থেকেই চলছে চিকিৎসা। এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অতীন ঘোষ জানান, ‘সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে প্রথম সারিতে থেকে করোনা মোকাবিলায় কাজ করেছি। গতকাল কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। লক্ষণ হালকা। আমি এবং আমার স্ত্রী নিজের বাড়িতেই আছি। সুস্থ বোধ করছি। কোয়রান্টিনের সময় শেষ হয়ে গেলে, কাজ করার অপেক্ষায় আছি’। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post