দেশে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ


গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪,৫৫৩ জন। মারা গিয়েছেন ১০০৭ জন। এনিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২৪,৬১,১৯১ জন। মৃত মোট ৪৮,০৪০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থ হয়েছেন ১৭,৫১,৫৫৬ জন। সুস্থতার হার বৃহস্পতিবার হয়েছে ৭০.৭৭ শতাংশ। মৃত্যুর হার কমে হয়েছে ১.৯৬ শতাংশ। এদিকে, গত দেড় মাসে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে করোনার সংক্রমণ ভয়ঙ্করভাবে বাড়ছে। এছাড়াও, জুলাইয়ের পর থেকে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও অসমে করোনা ছড়াচ্ছে দ্রুতহারে। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাডুতে আগে থেকেই পরিস্থিতি উদ্বেগজনক। আইসিএমআর জানাচ্ছে, এ পর্যন্ত দেশে ২,৭৬,৯৪,৪১৫ জনেক নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার যে ৮,৪৮,৭২৮ জনের পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৬৪,৫৫৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post