দেশে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই


শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভাষণে জানিয়েছিলেন সকলের কাছে করোনার টিকা পৌঁছে দেওয়ার রূপরেখা তৈরি আছে। এই পরিস্থিতিতেই গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ২ জন। ফলে গোটা দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২। দৈনিক আক্রান্তের নিরীখে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে ৪৯ হাজার ৯৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সুস্থতার হার বেশ ভালো। দেশে করোনা আক্রান্তের মোট ৭১.৯১ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ করোনা আক্রান্ত ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জনের মধ্যে এখনও পর্যন্ত ১৮ লক্ষ ৬২ হাজার ২৫৮ জন রোগী করোনা মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই ৫৩ হাজার ৩২২ জন করোনা রোগী ছাড়া পেয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post