ভারতে রোজই দৈনিক করোনা সংক্রমণের হার ব্রাজিল আমেরিকাকেও ছাপিয়ে যাচ্ছে। সপ্তাহ দুয়েক ধরেই দৈনিক নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ৬০ থেকে ৭০ হাজারে ঘোরাফেরা করছিল। শুক্রবার সেটা একলাফে ৭৭ হাজারে উঠেছিল, শনিবার সেটা ৭৬ হাজারে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৪৭২ জন। সেই সঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ১০২১ জনের। ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২ হাজার ৫৫০ জন।
দৈনিক মৃতের সংখ্যাও এক হাজারের বেশি হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হারও বেশ সন্তোষজনক। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রন্তের সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪৮ হাজার ৯৯৯ জন। ফলে ভারতে এখন অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৫২ হাজার ৪২৪ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যু দু’টি তালিকাতেই শুরু থেকেই শীর্ষে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাডু। এরমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনও সাংসদের মৃত্যু হয়েছে। কন্যাকুমারীর ৭০ বছর বয়সি কংগ্রেস সাংসদ বসন্তকুমার মারা গিয়েছেন চেন্নাইয়ের এক হাসপাতালে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
Post a Comment
Thank You for your important feedback