একদিনে করোনায় সংক্রমিত ৭৮,৫১২ জন। সবমিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গিয়েছে। এখন দেশে মোট আক্রান্ত ৩৬,২১,২৪৬ জন। মারা গিয়েছেন মোট ৬৪,৪৬৯ জন। সুস্থ হয়েছেন ২৭,৭৪,৮০২ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের এই বৃদ্ধির হারে উদ্বেগের কিছু নেই। কেননা, গুরুতর অসুস্থ এবং মৃতের সংখ্যা তুলনায় অনেকটাই কম। তাঁদের প্রস্তাব. সংক্রমিতদের তিনটি আলাদা ভাগে ভাগ করা হোক — সামান্য, মাঝারি এবং গুরুতর। তবেই সংক্রমণের ছবিটা আরও পরিষ্কার হবে। রবিবারই ভারত একদিনে সংক্রমণের বিশ্বরেকর্ড গড়েছে। তবে সামান্য স্বস্তির খবর, মাত্র আটদিনে সুসথ্ হয়েছেন পাঁচ লাখ আক্রান্ত। তার আগে পাঁচলাখ সুস্থ হতে সময় লেগেছিল ৯ থেকে ১০ দিন। বিশেষজ্ঞরা নমুনা পরীক্ষার হার আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশ্বে প্রতি দশলাখে পরীক্ষা হচ্ছে ৩০ হাজারের মতো। দশটি সবথেকে আক্রান্ত দেশের নমুনা পরীক্ষার তালিকায় ভারত নয় নম্বরে। একো প্রতি ১০-১২টি নমুনায় একটি পজিটিভ পাওয়া যাচ্ছে। এটা হওয়া উচিত ২০টিতে একটি।
Post a Comment
Thank You for your important feedback