আরও একধাপ, দেশীয় টিকা Covaxin-এর স্কিন ট্রায়ালের অনুমোদন


দেশীয় প্রযুক্তিতে তৈরি সম্ভাব্য করোনার টিকা Covaxin আরও এক ধাপ এগোলো। এবার এই টিকার ত্বকে পরীক্ষা-নিরীক্ষার অনুমোদন দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। এখনও পর্যন্ত দেশীয় টিকা কোভ্যাক্সিনের প্রয়োগ সরাসরি পেশিতেই (Intramuscular injection) করা হচ্ছে। শনিবার দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে এবার থেকে এই টিকার ট্রায়াল ত্বকের নীচেও (intradermal injection) করা যাবে। উল্লেখ্য, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল কাউন্সিলের (ICMR) সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করেছে ভারত বায়োটেক নামে এক সংস্থা। গত জুলাই মাসে এই টিকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হয়েছে মানবদেহে। দিল্লির AIIMS সহ দেশের ১২ টি হাসপাতালে ১,১২৫ জন রোগীর উপর সেই ট্রায়াল-পর্ব চলছে। অপরদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনার সম্ভাব্য টিকাটির চলতি মাসেই ভারতে ট্রায়াল শুরু করবে সিরাম ইনস্টিটিউট।

ফাইল ছবি:ত্বকের নীচে টিকার ট্রায়াল

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post