সোমবার সাত সকালেই আগুন লাগল সংসদ ভবনে। এদিন সকালে সংসদের অ্যানেক্স বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তা কর্মীরা। সঙ্গে সঙ্গেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে নামে। সকাল সাড়ে আটটা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে বলে দমকলের আধিকারিকরা জানিয়েছেন। দমকল সূত্রে জানা গিয়েছে ভারতের সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের সাততলায় আগুন লাগে। বেশ বড় ধরণের আগুন লাগলেও দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। খবর পেয়েই দমকলের ৫টি ইঞ্জিন চলে আসে। এরপর আরও দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে বলেই জানিয়েছে দমকল বিভাগ ও দিল্লি পুলিশ। উল্লেখ্য, গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে বন্ধ রয়েছে ভারতের সংসদ। গত ২৩ মার্চ বাজেট অধিবেশন মুলতুবি হয়েছিল। সূত্রের খবর, আগামী ২৩ সেপ্টেম্বর ফের সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার কথা।
সোমবার সাত সকালেই আগুন লাগল সংসদ ভবনে। এদিন সকালে সংসদের অ্যানেক্স বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তা কর্মীরা। সঙ্গে সঙ্গেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে নামে। সকাল সাড়ে আটটা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে বলে দমকলের আধিকারিকরা জানিয়েছেন। দমকল সূত্রে জানা গিয়েছে ভারতের সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের সাততলায় আগুন লাগে। বেশ বড় ধরণের আগুন লাগলেও দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। খবর পেয়েই দমকলের ৫টি ইঞ্জিন চলে আসে। এরপর আরও দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে বলেই জানিয়েছে দমকল বিভাগ ও দিল্লি পুলিশ। উল্লেখ্য, গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে বন্ধ রয়েছে ভারতের সংসদ। গত ২৩ মার্চ বাজেট অধিবেশন মুলতুবি হয়েছিল। সূত্রের খবর, আগামী ২৩ সেপ্টেম্বর ফের সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার কথা।
Post a Comment
Thank You for your important feedback