বিপাকে ধোনির টিম, করোনা সংক্রমিত চেন্নাই সুপার কিংসের ১২ জন

ধোনি, রায়নার চেন্নাই সুপার কিংসের এক ফাস্ট বোলার ও ১২ জন সাপোর্ট স্টাফ ও সোশাল মিডিয়া টিমের কর্মী দুবাইয়ে করোনায় সংক্রমিত হয়েছেন। আইপিএল শুরুর মুখে এই খবর বড় মাপের ধাক্কা চেন্নাই শিবিরে। জানা গিয়েছে, করোনায় আক্রান্তেরা ভালো আছেন। যে খেলোয়াড়ের করোনা সংক্রমণ হয়েছে তাঁকে তিনবার পরীক্ষা করা হয়েছে। নিয়মমতো দুবাই পৌছনোর পর প্রথম, তৃতীয় এবং ষষ্ঠ দিনে নমুনা পরীক্ষা বাধ্যতামূলক।

এরপরই খেলোয়াড়দের খেলার বৃত্তে ঢুকতে দেওয়া হয়। এখন করোনা আক্রান্তদের ২ সপ্তাহ হোটেলেই আইসোলেশনে থাকতে হবে। তারপর একদিনের ব্যবধানে ২ বার রিপোর্ট নেগেটিভ এলে তারপরই ছাড়পত্র পাওয়া যাবে। দেখা হবে হৃদযন্ত্রের পরীক্ষাও হবে। টুর্নামেন্ট চলাকালীন প্রতি পাঁচদিন অন্তর সবারই পরীক্ষা করা হবে। চেন্নাই সুপার কিংস ৬ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেও তারা প্রশিক্ষণে নামেনি। প্র্যাকটিস শুরু করেছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়াল, কিংস ইলেভেন পাঞ্জাব। চেন্নাইয়ের ট্রেনিং ক্যাম্প সেরে গত ২১ আগস্ট দুবাইয়ে পৌঁছয় চেন্নাই সুপার কিংস।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post