পরিচালক নিশিকান্ত কামাতের অবস্থা অত্যন্ত সংকটজনক। ভেন্টিলেটর সার্পোটে রাখা হয়েছে তাকে। গত বেশ কয়েক দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন দৃশ্যম খ্যাত এই পরিচালক। হায়দ্রাবাদের একটি হাসপাতালে তার লিভার সিরোসিসের চিকিৎসা চলছে। ৩১শে জুলাই তাকে গড়চিবৌলির এআইজি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সোমবার তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । তবে রীতেশ দেশমুখ টুইট করে জানিয়েছেন, জীবন যুদ্ধের লড়াই চালাচ্ছেন নিশিকান্ত। তিনি এখনও বেঁচে আছেন। সকলে তার জন্য প্রার্থনা করুন।
২০০৫ সালে প্রথম মারাঠী ছবিতে পরিচালনা করেন নিশিকান্ত কামাত। প্রথম ছবিতেই বাজিমাৎ, ২০০৬ সালে জাতীয় পুরস্কার পায় এই মারাঠী সিনেমা। এরপর বহু মারাঠী, মালায়লম ছবির পরিচালনা করেন তিনি। অবশেষে বলিউডে পা রাখেন তাঁর মালায়লম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম’ নিয়ে। সাইকোজলিক্যাল এই থ্রিলারের লিড রোলে ছিলেন অজয় দেবগণ ও তাবু। ছবিটি বলিউডে যথেষ্ট সাড়া ফেলে দেয়। সাফল্যও আসে। এরপর তিনি ইরফান খান অভিনীত ‘মাদারি’ ও জন আব্রাহামের ‘ফোর্স’ ও ‘রকি হ্যান্ডসাম’, হিট ছবি ‘মুম্বই মেরি জান’ করে সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন নিশিকান্ত কামাত।
Post a Comment
Thank You for your important feedback