আজও ফের সিবিআইয়ের জেরা রিয়াকে


সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে রবিবার ফের জেরার জন্য ডেকেছে সিবিআই। শনিবারও রিয়াকে সাত ঘণ্টা জিজ্ঞসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রিয়ার বিরুদ্ধে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে। অভিযোগ করেছেন সুশান্তের বাবা কে কে সিং। জানা গিয়েছে, সিবিআইকে রিয়া বলেছেন তিনি একটি পয়সাও সুশান্তের থেকে নেননি। যা খরচ হয়েছে, তা সুশান্তের ইচ্ছাতেই। তিনি কিছুই গোপন করছেন না। সিবিআই বিশেষ করে ৮ জুনের ঘটনা জানতে চেয়েছে। ওইদিনই রিয়া সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিলেন। অসুস্থ জানা সত্ত্বেও তিনি সুশান্তকে ছেড়ে চলে গেলেন কেন, এই প্রশ্নের জবাবে রিয়া বলেন, সুশান্ত চলে যেতে বলেছিলেন। সুশান্ত চেয়েছিলেন কুর্গে গিয়ে জৈব চাষ করতে। ১৪ জুন সুশান্তের দেহ তাঁর বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post