দিনে প্রতি ৩ মিনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন ২ জন। ১৬ এবং ১৭ আগস্টের হিসেব ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ওই ২ দিন ২৪ ঘণ্টায় এই মৃত্যুর হার দেখা গিয়েছে। তবে সেইসঙ্গেই তারা জানাচ্ছে, ক্রমেই ধারাবাহিকভাবে মৃত্যুর হার কমে যাচ্ছে। বেড়ে চলেছে সুস্থতার হার। মৃত্যুর হার কমে এখন ১.৯২ শতাংশ। সুস্থতার হার ৭৩.১৮ শতাংশ। এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন ৬৪,৫৩১ জন, মারা গিয়েছেন ১০৯২ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭,৬৭,২৭৪ জন। সুস্থ হয়েছেন ২০,৩৭,৮৭১ জন। আইসিএমআরের হিসেবে, মোট ৩, ১৭,৪২,৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দিনে প্রতি ৩ মিনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন ২ জন। ১৬ এবং ১৭ আগস্টের হিসেব ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ওই ২ দিন ২৪ ঘণ্টায় এই মৃত্যুর হার দেখা গিয়েছে। তবে সেইসঙ্গেই তারা জানাচ্ছে, ক্রমেই ধারাবাহিকভাবে মৃত্যুর হার কমে যাচ্ছে। বেড়ে চলেছে সুস্থতার হার। মৃত্যুর হার কমে এখন ১.৯২ শতাংশ। সুস্থতার হার ৭৩.১৮ শতাংশ। এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন ৬৪,৫৩১ জন, মারা গিয়েছেন ১০৯২ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭,৬৭,২৭৪ জন। সুস্থ হয়েছেন ২০,৩৭,৮৭১ জন। আইসিএমআরের হিসেবে, মোট ৩, ১৭,৪২,৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback