লকডাউনে বন্ধ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। বন্ধ লোকাল ট্রেন। এই সুযোগেই রেলের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রেল স্টেশনের সুযোগসুবিধা বৃদ্ধির কাজ করছে পূর্বরেল। সোমবারই শিয়ালদা ডিভিশনের নতুন ডিআরএম শেলেন্দ্র প্রতাপ সিং বেশ কয়েকটি স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন। শিয়ালদা থেকে বসিরহাট, বসিরহাট থেকে বারাসাত হয়ে বনগাঁ, এরপর বনগাঁ থেকে রানাঘাট হয়ে গেদে পরিদর্শন করেন নতুন ডিআরএম। এই ফাঁকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যাত্রী সুরক্ষায় জোর দিতে নন-ইন্টারলকিংয়ের কাজ সম্পন্ন করা হবে এই লকডাউনের মধ্যেই। পাশাপাশি রেল স্টেশনের সৌন্দর্যায়নের কাজও চলছে জোরকদমে। এদিন বারাসত স্টেশনে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক বিষয়, প্ল্যাটফর্মে হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা চলছে। সকলের মতামত নিয়েই কোনও ব্যবস্থা নেবে রেল’।
তবে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন হকার উচ্ছেদ করার চেষ্টা করবে রেল। বারাসত সহ কয়েকটি স্টেশন মডেল স্টেশন ঘোষণা করেও কাজ শুরু করতে পারেনি রেল। রেলকর্তাদের বক্তব্য, প্ল্যাটফর্মে হকার ও অস্থায়ী দোকানের জন্য এই কাজ শুরু করা যায়নি। হকার উচ্ছেদ নিয়ে আগেও উদ্যোগী হয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু অবরোধ ও আন্দোলনের জেরে কাজ এগোয়নি। নতুন ডিআরএম জানিয়েছেন, তিনি নতুন এসেছেন, এটাই তাঁর প্রথম পরিদর্শন। সব ঘুরে দেখে এই ব্যপারে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন।
Post a Comment
Thank You for your important feedback