অনস্ক্রিন রণবীর আলিয়ার কেমিস্ট্রি দেখেনি সিনেপ্রেমিরা। তবে অফস্ক্রিন তাদের বহু জায়গাতেই দেখা গেছে একসঙ্গে। তবে এবার আর রাখঢাক নয়, বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণীবীর-আলিয়া। এবছরেই চারহাত এক হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে এবছর নয়, আগামী বছরই নতুন জীবন শুরু করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে শুধুমাত্র করোনা আবহই নয়, এবছরে আগামী কয়েক মাস রণবীর ও আলিয়া দু জনেই তাদের পরবর্তী প্রজেক্টগুলো নিয়ে খুবই ব্যস্ত থাকতে চলেছেন। তাই দুই পরিবারেরই এই সিদ্ধান্ত, পরের বছরই হোক গ্র্যান্ড সেলিব্রেশন। এপ্রিলে রণবীরের বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর কাপুর পরিবারের পাশে সবসময় থেকেছেন আলিয়া। কাপুর পরিবারের নতুন সদস্য হওয়ার আগেই তাঁর এই সাপোর্ট কারও নজর এড়ায়নি। আলিয়া ভাট তাঁর বিয়ের জন্য প্রখ্যাত ডিজাইনার সব্যসাচীর কাছে যে লেহেঙ্গার অর্ডার দিয়েছিলেন তাও আপাতত স্থগিত রাখতে বলেছেন পরের বছরের জন্য। আলিয়া রণবীরকে একেবারে নতুন রূপে দেখার আগে অবশ্য ব্রক্ষাস্ত্র-তে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে পারবেন সিনেপ্রমীরা। ব্রক্ষাস্ত্র মুক্তি পেতে চলেছে এবছরের ডিসেম্বরে।
অনস্ক্রিন রণবীর আলিয়ার কেমিস্ট্রি দেখেনি সিনেপ্রেমিরা। তবে অফস্ক্রিন তাদের বহু জায়গাতেই দেখা গেছে একসঙ্গে। তবে এবার আর রাখঢাক নয়, বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণীবীর-আলিয়া। এবছরেই চারহাত এক হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে এবছর নয়, আগামী বছরই নতুন জীবন শুরু করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে শুধুমাত্র করোনা আবহই নয়, এবছরে আগামী কয়েক মাস রণবীর ও আলিয়া দু জনেই তাদের পরবর্তী প্রজেক্টগুলো নিয়ে খুবই ব্যস্ত থাকতে চলেছেন। তাই দুই পরিবারেরই এই সিদ্ধান্ত, পরের বছরই হোক গ্র্যান্ড সেলিব্রেশন। এপ্রিলে রণবীরের বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর কাপুর পরিবারের পাশে সবসময় থেকেছেন আলিয়া। কাপুর পরিবারের নতুন সদস্য হওয়ার আগেই তাঁর এই সাপোর্ট কারও নজর এড়ায়নি। আলিয়া ভাট তাঁর বিয়ের জন্য প্রখ্যাত ডিজাইনার সব্যসাচীর কাছে যে লেহেঙ্গার অর্ডার দিয়েছিলেন তাও আপাতত স্থগিত রাখতে বলেছেন পরের বছরের জন্য। আলিয়া রণবীরকে একেবারে নতুন রূপে দেখার আগে অবশ্য ব্রক্ষাস্ত্র-তে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে পারবেন সিনেপ্রমীরা। ব্রক্ষাস্ত্র মুক্তি পেতে চলেছে এবছরের ডিসেম্বরে।
Post a Comment
Thank You for your important feedback