পিতৃহারা হলেন রাজ চক্রবর্তী। তাঁর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী শুক্রবার সকালে মারা যান। কঠিন সময়ের মধ্যে যাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রী গর্ভবতী। রাজ নিজে কোভিড পজিটিভ। হোম কোয়ারেনটাইনেই রয়েছেন তিনি। এমাসের ১৭ তারিখ রাজ নিজেই টুইটারে জানান তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। সেইসঙ্গে তিনি তাঁর বাবার অসুস্থতার কথাও জানান। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কোভিড টেস্টও হয় তাঁর। প্রাথমিক রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কৃষ্ণশঙ্কর চক্রবর্তী বার্ধক্যজনিত ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। দুদিন আগে তাঁর করোনা পরীক্ষা হয়, রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালেই তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া তাঁর পরিবারে। রাজ-শুভশ্রীকে সমবেদনা জানিয়েছেন একই কমপ্লেক্সে থাকা পরিচালক অরিন্দম শীল।
Post a Comment
Thank You for your important feedback