গুরু দত্তের বায়োপিক ‘প্যায়াসা’


কিংবদন্তি চিত্র পরিচালক ও তথা অভিনেতা গুরু দত্তের জীবনকাহিনী নিয়ে এবার তৈরি হচ্ছে বায়োপিক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রনির্মাতা ভাবনা তালওয়ার তৈরি করছেন সিমেমাটি। ছবির নাম দিয়েছেন প্যায়াসা। ভাবনা তালওয়ার নিজেই তাঁর টুইটার হ্যান্ডেলে তা জানিয়েছেন। এবার ঝুলি থেকে বিড়াল বেরোবে। দীর্ঘ সাতবছরের অক্লান্ত ও অপরিসীম পরিশ্রমের পর এটি প্রকাশ্যে আসার আর অপেক্ষা করতে পারছি না। এই ছবিতে গুরু দত্তের পুরো জীবনীই তুলে ধরা হয়েছে। টেলিফোন অপারেটর থেকে কীভাবে তিনি একজন চলচ্চিত্রনির্মাতা হয়ে উঠলেন তা তুলে ধরা হয়েছে।

গুরু দত্তের জীবনের নানা ওঠাপড়া বিশেষ করে একটি সময় যখন তিনি হতাশায় ডুবে গিয়েছিলেন সেই দিকটিও ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে রিল লাইফে। গুরু দত্তকে নিয়ে যখন বায়োপিক করার কথা ভেবেছেন তখন তাঁকে নিয়ে অনেক রিসার্চ করেছেন ভাবনা। গুরু দত্ত তাঁর পারিবারিক জীবন বা কাজের জগতে কখনই অখুশি ছিলেন না, রিসার্চের পর জানতে পারেন তিনি। যদিও লোকমুখে ফেরে গুরু দত্ত ওয়াহিদা রহমানের প্রতি ভালবাসার জন্য তিনি আত্মহত্যা করেন। কিন্তু এটা ঠিক নয় জানাচ্ছেন ভাবনা। গুরু দত্তকে নিয়ে এরকমই নানা মিথ সামনে আসবে আর কিছু সময় পরেই। ছবিতে পঙ্কজ কাপুর ও সুপ্রিয়া পাঠককে অভিনয় করতে দেখা যাবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post