পিএম কেয়ার্স নিয়ে কেন্দ্রের পক্ষেই ‘সুপ্রিম’ রায়

পিএম কেয়ার্স ফান্ড (‌PM Cares)‌‌ নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি কেন্দ্রের। শীর্ষ আদালত জানিয়েছে, এই তহবিলে যে অনুদান জমা পড়েছে, তা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল বা ‌এনডিআরএফে সরানো যাবে না। সম্পূর্ণ অন্য কারণে পিএম কেয়ার্স ফান্ডে অনুদান সংগ্রহ করা হয়। তা গণ দাতব্য তহবিল। তাছাড়া এই অর্থ চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে সংগৃহীত হয়। তবে সরকার মনে করলে এই তহবিলের টাকা এনডিআরএফ–এ সরাতে পারে। উল্লেখ্য, করোনা মহামারী মোকাবিলায় কেন্দ্র ২৮ মার্চ পিএম কেয়ারস ফান্ড তৈরি করে। তাতে অনুদান দেয় সাধারণ মানুষ থেকে শিল্পপতি, বিশিষ্ট মানুষজন। সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রিম কোর্টে পিএম কেয়ার্স তহবিলের বিরুদ্ধে আবেদনে জানায়, এই পিএম কেয়ার্স ফান্ড জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের পরিপন্থী। এই তহবিলের টাকা এনডিআরএফ–এ সরানো হোক।
বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি এমআর শাহর বেঞ্চ এই মঙ্গলবার এই রায় দিয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোভিড মোকাবিলায় তৈরি হয়েছে প্রাইম মিনিস্টার’‌স সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন (‌PM Cares)‌‌ ফান্ড। এনডিআরএফের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। মানুষ তাঁদের ইচ্ছেমতো যে কোনও তহবিলে দান করতে পারে। কোভিড মোকাবিলার জন্য নতুন প্রকল্পের দরকার নেই। জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় পরিস্থিতি মোকাবিলা সম্ভব। পিএম কেয়ারস ফান্ডের পদাধিকারবলে চেয়ারম্যান প্রধানমন্ত্রী নিজে। ট্রাস্টি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। বিজেপির সভাপতি জে পি নাড্ডা এই রায়কে স্বাগত জানিয়েছেন। দেশে যে কোনও ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য জাতীয় ত্রাণ তহবিল থাকতে আবার কেন আরও একটি তহবিল গড়া হল, তা নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছে বিরোধীরা। এ নিয়ে তথ্য দিতে আরটিআই দাখিল করলেও প্রধানমন্ত্রীর দফতর থেকে তা খারিজ করে দেওয়া হয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post