জিডিপি কমল ২৩.৯%, ২৪ বছরে সর্বনিম্ন


দেশের গড় অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম তিনমাসে কমেছে ২৩.৯ শতাংশ। ১৯৯৬ সালের পর থেকে এত খারাপ আর্থিক পরিস্থিতি দেশে কখনও হয়নি। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান দফতরের হিসেবে, গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে এপ্রিল থেকে জুনে জিডিপি ছিল ৩৫.৩৫ লাখ কোটি টাকা। এবারের প্রথম ত্রৈমাসিকে তা হয়েছে ২৬.৯০ লাখ কোটি। কমার হার ২৩.৯ শতাংশ। আগের বছর তা ছিল ৫.২ শতাংশ। গতবছর বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। যে তিনমাসের পরিসংখ্যান দেওয়া হয়েছে তা এপ্রলি, মে ও জুনের। সেসময় গোটা দেশই করোন মহামারীর জন্য লকডাউনে ছিল। বন্ধ ছিল কলকারখানা, দোকানবাজার। ফলে ম্যানুফ্যাকচারিং, নির্মাণশিল্প, বাণিজ্য থেকে হোটেল, পর্যটন, পরিবহন সবই ছিল স্তব্ধ। এগুলিই দেশের জিডিপির প্রায় ৪৫ শতাংশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post