বসিরহাট থানার শাঁখচূড়া-বাগুন্ডী গ্রাম পঞ্চায়েতের সোলাদানা পেট্রলপাম্প এলাকা থেকে গ্রেফতার আমেদাবাদ বিস্ফোরণের সাথে যুক্ত দুই চক্রীর আশ্রয়দাতা। ধৃতের নাম আব্দুর রাজ্জাক গাজি। সে দুজন জঙ্গিকে আশ্রয় দিয়েছিল। গুজরাত পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড গোপন সূত্রে খবর পেয়ে যোগাযোগ করে রাজ্য পুলিশের সঙ্গে। রাজ্য পুলিশ ও গুজরাত পুলিশের যৌথ টিম গত মঙ্গলবার ওই রাজ্জাককে গ্রেফতার করে। রাজ্জাকের স্ত্রীর নাজমার অভিযোগ, চক্রান্ত করে তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে। আব্দুর রাজ্জাক গাজির সাথে নাজমা বিবির বিয়ে হয় ২০০৬ সালে। স্ত্রীর বাড়ি পিফার খিদিরপুর। নাজমা বিবি দাবি, তার স্বামী দীর্ঘদিন ধরে বাড়িতে রয়েছে। তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। গত কয়েক বছর তাদের বাড়িতে কোনও লোকজন আসেনি।
বসিরহাট থানার শাঁখচূড়া-বাগুন্ডী গ্রাম পঞ্চায়েতের সোলাদানা পেট্রলপাম্প এলাকা থেকে গ্রেফতার আমেদাবাদ বিস্ফোরণের সাথে যুক্ত দুই চক্রীর আশ্রয়দাতা। ধৃতের নাম আব্দুর রাজ্জাক গাজি। সে দুজন জঙ্গিকে আশ্রয় দিয়েছিল। গুজরাত পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড গোপন সূত্রে খবর পেয়ে যোগাযোগ করে রাজ্য পুলিশের সঙ্গে। রাজ্য পুলিশ ও গুজরাত পুলিশের যৌথ টিম গত মঙ্গলবার ওই রাজ্জাককে গ্রেফতার করে। রাজ্জাকের স্ত্রীর নাজমার অভিযোগ, চক্রান্ত করে তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে। আব্দুর রাজ্জাক গাজির সাথে নাজমা বিবির বিয়ে হয় ২০০৬ সালে। স্ত্রীর বাড়ি পিফার খিদিরপুর। নাজমা বিবি দাবি, তার স্বামী দীর্ঘদিন ধরে বাড়িতে রয়েছে। তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। গত কয়েক বছর তাদের বাড়িতে কোনও লোকজন আসেনি।
Post a Comment
Thank You for your important feedback