করোনার লড়াইয়ের মধ্যেই দেশকে আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার লালকেল্লা থেকে মোদি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন চালু করে তিনি বলেন, এক দেশ এক রেশন কার্ডের আদলে ‘এক দেশ এক হেলথ কার্ড’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য রাখার জন্য হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসকদের একটি সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে৷ তবে এই প্রকল্প বাধ্যতামূলক নয়। নাগরিক বা হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তবেই ডিজিটাল স্বাস্থ্য মিশনের মাধ্যমে তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন৷ এক দেশ এক কর পথ দেখিয়েছে।
মোদি বলেন, করোনা ভ্যাকসিনে আত্মনির্ভরতার পথে ভারত। সবচেয়ে কম দামে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পথও চূড়ান্ত হয়েছে। তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। সবুজ সঙ্কেত পাওয়ামাত্রই গণ উৎপাদনে তৈরি ভারত। প্রতিবেশিদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, শত্রুপক্ষকে কড়া জবাব দিতে পারে ভারত। এলওসি থেকে এলএসি ভারতের দিকে যে চোখ তুলেছে, সেই জবাব পেয়েছে। লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। ভারত কী করতে পারে লাদাখই তার প্রমাণ।
এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৪ হাজার অতিথি। সামাজিক দূরত্ব-সহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হয়েছে। তবে ছিল না স্কুলের বাচ্চারা। মোদির কথায়, আন্দামানে চালু হয়েছে সুপারফাস্ট যান। নিযোগ হবে এনসিসির এক লক্ষ ক্যাডেট। তেজস যুদ্ধবিমানকে শক্তিশালী করা হচ্ছে। সামরিক সরঞ্জামে আত্মনির্ভর হয়েছে ভারত। প্রতিরক্ষা প্রশিক্ষণে এক-তৃতীয়াংশ স্থান তরুণীদের। তরুণ প্রজন্মকে প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁর দাবি, গতবছর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড গড়েছে ভারত। ১৮ শতাংশ বিদেশি বিনিয়োগ বেড়েছে। কৃষি পরিকাঠামো উন্নয়নে এক লক্ষ কোটি বরাদ্দ।
Post a Comment
Thank You for your important feedback