![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_eSS6svcCql8I14yJHvoe-N0XvtwBrA7cly1Jmw_10sro2q9VV7YSDwAf-HVt2u0FK6C2MzJa5x3lNttGo6j_nzfFHYhvZjcra8YJklUM8ylcXqs42DSi3f7u2DyQHJqR-MuWNAbjlCY/s1600/Screen+Shot+2020-08-13+at+5.04.19+PM.png)
আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে প্রবলভাবে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতেরই শশাঙ্ক মনোহর পদ থেকে সরে দাঁড়ানোর পর এই পদটি ফাঁকাই পড়ে রয়েছে। ফলে কে বসবেন বিশ্ব ক্রিকেটের মসনদে? উঠে আসছিল একাধিক নাম, তাতেই ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভের নাম প্রথম সারিতেই রয়েছে। কিন্তু এই পথে কাঁটা বিছিয়েছে পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি কী হবে তা নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে। পরিস্থিতি এখন যে জায়গায় পৌঁছেছে তাতে নির্বাচন ছাড়া অন্য কোনও রাস্তাও খোলা নেই। পারস্পরিক আলোচনার মাধ্যমে যে চেয়ারম্যান নিয়োগ করা হবে, সেই অবস্থা কার্যত নেই। সোমবার আইসিসি-র বোর্ড মিটিংয়েও সমাধানসূত্র মেলেনি। তবে কূটনৈতিক দিক থেকে দু’দেশের বৈরিতা থাকলেও ক্রিকেটের ক্ষেত্রে ভারতকে চিরকাল সমর্থন করে এসেছে পিসিবি। যদি নির্বাচন হয়, তবে আইসিসি চেয়ারম্যান পদের দাবিদারদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের কলিন গ্রেভস, ওয়েস্ট ইন্ডিজের ডেভ ক্যামেরন এবং ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায়। সাধারণত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমেই কেউ আইসিসি-র চেয়ারম্যান মনোনীত হয়ে থাকেন। সেক্ষেত্রে সৌরভের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। কিন্তু এবারে ভোটাভুটি চেয়ে সেই পথ বন্ধ করতে উঠেপড়ে সেগেছে পাকিস্তান। পাকিস্তান-সহ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড চাইছে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেই নির্বাচন হোক। সেখানেই বেঁধেছে গোল। ফলে আগামীদিনে কে বসবেন বিশ্ব ক্রিকেটের মসনদে? সেটা জানতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV9JqreiFichz5VvqWmctGS06CATAQNR5fhvEti3WmIMX6XO3gq-DAyyuX5cwhA68RtOWLpHQuEbYo3BjLw7B87HY3q2mljapQzUE-SfzZi9Rd0ZkiBVcZQn5rWvtdsX1UiINYQ9F3ogA/s1600/Screen+Shot+2020-08-13+at+5.02.22+PM.png)
Post a Comment
Thank You for your important feedback