করোনায় মৃত্যুর হারে বিশ্বে সবথেকে কম ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এখন দেশে মৃত্যুর হার ১.৫৮ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানান, গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ৬৪০০। সুস্থতার হার এখন ৭৫ শতাংশেরও বেশি। এখন অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থ হওয়ার হার ৩.৪ গুণ বেশি। মো আক্রান্তের তুলনায় অ্যাক্টিভ কেস মাত্র ২২.২ শতাংশ। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে মাত্র ২,৭ শতাংশকে অক্সিজেন দিতে হচ্ছে। আইসিইউতে রয়েছেন ১.৯২ শতাংশ, ভেন্টিলেটারে রাখতে হয়েছে ০.২৯ শতাংশ। করোনা পজিটিভ হওয়াও আগস্টের গোড়ায় ১১ শতাংশ থেকে এখন কমে হয়েছে ৮ শতাংশ। প্রতি ১০ শতাংশ নাগরিকের মধ্যে এখন দিনে ৬০০টি পরীক্ষা হচ্ছে। তিনি জানান, কোরনার টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback