করোনা আতঙ্কে আইপিএল


ক্রিকেট খেলে কোটিপতি হাওয়ার স্রষ্টা ছিলেন অস্ট্রেলিয়ার চ্যানেল ৯ এর মালিক ক্যারি প্যাকার। ৭০ দশকের শেষে বিশ্বের সব নামী ক্রিকেটারকে কিনে এবং রঙিন পোশাক পরিয়ে শুরু করেছিলেন প্যাকার সার্কাস। আজ সেই সার্কাস রূপ বদলে টি টোয়েন্টি আইপিএল। একবার কোনও দলে ঢুকে পড়া মানেই কোটি কোটি টাকা। এ বছর করোনা আবহে ভারতে এই খেলা সম্ভব না হলেও মধ্যপ্রাচ্য এর দায়িত্ব নিয়েছে। শুরু হবে সেপ্টেম্বরে। কিন্তু সমস্যা শুরু হয়েছে এখন। আগস্টের গোড়ায় খবর পাওয়া গেল দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ ভীষণভাবে বেড়ে গিয়েছে। কিন্তু পেশাদার খেলোয়াড়রা এতে ভাবিত হযননি। কিন্তু দুবাইয়ে পোঁছানোর কয়েকদিন বাদে চেন্নাই দলের ১৩ জন আক্রান্ত। এই ঘটনায় চমকে গিয়েছেন বিভিন্ন দলের অফিসিয়াল সহ খেলোয়াড়রা। তাঁদের প্রশ্ন, দেশ থেকে আসার সময়ে টেস্ট রিপোর্ট নেগেটিভ থাকার পর এদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করল কী করে? ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন চেন্নাইয়ের সুরেশ রায়না। তারপরই বিভিন্ন দলের খেলোয়াড়রা ফিরে আসতে চাইছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাঁদের ভরসা দিয়ে আটকাবার চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটাই দেখার

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post