আগস্ট মাসের শেষ লকডাউন চলছে সোমবার। লকডাউন সফল করতে রাজ্যজুড়ে পুলিশের তৎপরতা তুঙ্গে। অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া গাড়ি মোটরসাইকেল, আটকানো হচ্ছে। উপযুক্ত প্রমাণ না পেলে ব্যবস্থাও নিচ্ছে পুলিশ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা এসেছে লকডাউন ঘোষণা করতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনলক-৪ নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে রাজ্য সরকার রবিবার রাত পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সোমবার এই ব্যাপারে জানানো হতে পারে। তবে তার আগে অন্য রাজ্যগুলির মনোভাব বুঝে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাজ্যগুলির সঙ্গে আগাম আলোচনা না করেই কেন্দ্রের এই একতরফা সিদ্ধান্তে বিস্মিত রাজ্যের শীর্ষ আমলারা। অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীও, তিনি বুঝেছেন চাপ বাড়াচ্ছে কেন্দ্র। তাই সোমবারের লকডাউনে বাড়তি তৎপরতা কি সেই কারণেই? সেপ্টেম্বর মাসের ৭, ১১ ও ১২ তারিখ সাপ্তাহিক লকডাউনের দিন আগাম ঘোষণা করেছিল নবান্ন। কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী সেই লকডাউন এখন বিশ বাঁও জলে। ফলে এই লকডাউন নিয়ে এবার কী সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী তার দিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল।
Post a Comment
Thank You for your important feedback