করোনায় মহারাষ্ট্রের জেলে আক্রান্ত ১,৪৭৮


মহারাষ্ট্রের ২৭টি জেলের ১,৪৭৮ জন বন্দি করোনায় আক্রান্ত। মারা গিয়েছে ৬ জন। জানা গিয়েছে, ১,১৬২ জন কয়েদি আর ৩১২ জন জেলকর্মীর করোনা সংক্রমণ হয়েছে। সবথেকে খারাপ অবস্থা নাগপুর সেন্ট্রাল জেলের। লেখানে আক্রান্ত ২১৯ জন। তারপরই পুনের যারবেদা জেলে। সেখানে আক্রান্তের সংখ্যা ১৯০। আর্থার রোড আর সাংলি জেলে যথাক্রমে ১৮২ আর ১৪৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলকর্মীদের মধ্যে সংক্রমণও বেশি নাগপুর জেলে। মোট ৬২ জন আক্রান্ত সেখানে। জেলসূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ১১৬৬ বন্দির মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৮৪৮ জন। জেলকর্মীদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭২ জন। কোনা মহামারির জন্য জেলগুলি থেকে ১০,৫৩৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন রাজ্যের জেলগুলিতে রয়েছে ২৬,৪০৮ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post