বলিউড সিনেমায় প্রবাসী বাঙালি “মুখার্জী পরিবার”-এর ছিল চিরকালের দাপট। তাদের আত্মীয় আবার অশোককুমাররা। এই পরিবার বহুদিন ধরে মুম্বইয়ে দুর্গাপুজো করে আসছে। বর্তমানে এই পুজোর সিংহভাগ দায়িত্ব নিয়েছেন কাজল। বিখ্যাত শশধর মুখার্জীর নাতনি কাজল। বাবা সমু বাঙ্গালি হলেও মা তনুজা মারাঠি। পেশাদার সিনেমা জাগাতে তনুজা প্রথমে খুব কম কাজই পেতেন।
হঠৎই সুযোগ এল বাংলা সিনেমা জগৎ থেকে, তাও আবার উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে। এরপর স্বাভাবিকভাবে হিন্দি ছবির কাজও এল। কিন্তু বাংলা না জানা তনুজা বাংলার প্রেমে পরে গেলেন। মায়ের কাছ থেকে এইসব গল্প ছেলেবেলায় শুনেছিলেন কাজল। বাংলা ছবি না করলেও দুর্গাপুজোর হাল ধরলেন তিনি। নিজেই দায়িত্ব নিয়ে ঠাকুর আনেন, পুজো শেষে হাজার হাজার মানুষ প্রসাদ খান পাত পেড়ে। নিজে হাতে পরিবেশন করেন কাজল ও স্বামী অজয় দেবগন। এই বছরে মুম্বই লড়ছে করোনা নিয়ে। কিন্তু কাজল পুজো করবেন নিয়ম মেনেই।
Post a Comment
Thank You for your important feedback