আগামী ৩১ আগস্ট শেষ হচ্ছে আনলক ৩.০। এরপরই দেশে শুরু হয়ে যাবে আনলকের চতুর্থ পর্ব। এই পর্বে কী কী পরিষেবা শুরু হতে পারে সেটা নিয়েই চলছে চর্চা। সরকারি সূত্রে জানা যাচ্ছে, ১ সেপ্টেম্বর থেকে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা চালুর ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরজন্য গাইডলাইন প্রস্তুত করতে ব্যস্ত কেন্দ্র। জানা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন গাইডলাইন প্রকাশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই গাইডলাইন মেনেই চালু করা হতে পারে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা। তবে লোকাল ট্রেন চালু করা সম্ভব না হলেও মেট্রো নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ লোকাল ট্রেনের ক্ষেত্রে ভিড় এড়ানো কার্যত অসম্ভব। সেক্ষেত্রে মেট্রো স্টেশনগুলির পরিকাঠামো থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব। এক সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, মেট্রো পরিষেবার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির কাজ প্রায় চুরান্ত।
জানা যাচ্ছে, মেট্রো স্টেশনে ঢোকার আগে প্রত্যের যাত্রীর তাপমাত্রা মাপা হবে। প্ল্যাটফর্ম ও ট্রেনের ভিতর রাখতে হবে সামাজিক দূরত্ব। প্রতি কামরায় সর্বোচ্চ ৫০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এই সমস্ত বিধিনিষেধ মেনেই চালু করা হবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো আগে থেকেই যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়ে রেখেছে। এবার অনুমতি মিললেই পরিষেবা শুরু করতে পারে তাঁরা। অপরদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মেট্রো পরিষেবা চালু করা নিয়ে সাওয়াল করেছেন। রাজধানীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই তিনি দাবি করেন, ‘দিল্লি মেট্রো আংশিকভাবে চালু করাই যেতে পারে। পর্যায়ক্রমে চালু করা হোক মেট্রোরেল। এই বিষয়ে আমরা একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করেছি। আশা করছি এবার দিল্লি মেট্রো চালুর অনুমতি দেওয়া হবে’। উল্লেখ্য, গত মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হতেই বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন ও মেট্রোরেল পরিষেবা। তবে এই পর্বেও স্কুল-কলেজ খোলার অনুমতি নাও দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রক।
Post a Comment
Thank You for your important feedback