পপ কুইন ম্যাডোনার বয়স এখন ৬২। একসময় বহু পুরুষের ঘনিষ্ঠ হয়েছেন বলে চালু প্রবাদ আছে। আজ তার নতুন সাথী করোনা। সুযোগ পেয়ে থাবা বসিয়েছে ম্যাডোনার শরীরে। তাতে হেলদোল নেই ম্যাডোনার। পজিটিভ রেজাল্ট আসার পরেও লং ড্রাইভ করেছেন। জমিয়ে পার্টি করেছেন বন্ধুর জন্মদিনে। সে কথা নিজেই ফলাও করে জানিয়েছেন সোশাল মিডিয়াতে। খবর, সামাজিক দূরত্ব শিকেয় তুলে তিনি নাকি জড়িয়ে ধরেছেন তার পুরুষ বন্ধুদের এবং বিশেষ বন্ধু মক্লেইনের সঙ্গে রাতও কাটিয়েছেন। এ খবর প্রকাশ্যে আসতেই ছিঃ ছিঃ শুরু হয়েছে বিশ্বজুড়ে। বরাবরই খামখেয়ালি ও বিতর্কিত চরিত্র ম্যাডোনা, কোভিড পজিটিভ হয়েও লং ড্রাইভে বেরিয়ে বলেছেন ‘আমার অ্যান্টি বডি আছে’। তাঁর কীর্তির সমালোচনা করে কেউ কেউ বলেছে কেউ কতটা ধনী, বিখ্যাত, তাঁর কত বয়স, তার ধার ধরেন না ম্যাডোনা। চলেন নিজের মতোই।
— Madonna (@Madonna) August 17, 2020
Post a Comment
Thank You for your important feedback