গান্ধিজির চশমা বিক্রি হল ২ কোটি ৫৫ লাখে


মহাত্মা গান্ধির চশমা বিক্রি হল ২ কোটি ৫৫ লাখ টাকায়। ব্রিটেনে এই নিলাম হয়েছে। ইল্ট ব্রিস্টল অকশনস শুক্রবার রাতে জানিয়েছে, চার সপ্তাহ আগে তাদের লেটারবক্সে তারা এই চশমাটি পেয়েছে। কেউ একজন সেটি রেখে গিয়েছিল। গান্ধিজি নিজেই ওই ব্যক্তির কাকাকে চশমাটি দিয়েছিলেন বলে সেই লোকটির দাবি। দক্ষিণ পশ্চিম ব্রিটেনের হ্যানহামে শুক্রবারই চশমাটি নিলামে তোলা হয়েছিল। নিলামঘরের মালিক অ্যান্ডি স্টো জানিয়েছেন, এই চশমার ঐতিহাসিক মূল্য অপরিসীম। যিনি দিয়েছেন, তিনি কোনও দাম বলেননি। তাঁর কাছে এই চশমার কোনও মূল্যই ছিল না। জানা গিয়েছে, সেই ব্যক্তি জানিয়েছে ১৯১০ থেকে ১৯৩০ সালে তাঁর কাকা দক্ষিণ আফ্রিকায় কাজ করতেন ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে। একথা তাঁর বাবা তাঁকে জানিয়েছেন। গন্ধিজির গোল চশমা তাঁর বিশেষ পরিচয় হয়ে উঠেছিল। যখন তিনি ব্রিটেনে আইন পড়তেন, সেই সময় থেকেই সেটি তাঁর চোখে। স্বাধীনতা আন্দোলনের সময়ও বাপুজির সঙ্গে সমার্থক ছিল ওই চশমাই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post