মালয়েশিয়া ভাইরাস চিন্তার কিছু নয়, মত সংক্রমণ বিশেষজ্ঞের


মালয়েশিয়ার ভাইরাস নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এমনই আশ্বাস দিচ্ছেন বিজ্ঞানীরা। মালয়েশিয়ায় করোনার পরিবর্তিত জীবাণু করোনার থেকে দশগুণ বেশি সংক্রামক এবং একজন থেকে অনেক বেশি লোকের দেহে তা ছড়াতে পারে বলে আগে জানানো হয়েছিল। বিজ্ঞানীরা এখন বলছেন, চিনের উহানের করোনার জীবাণু থেকে মালয়েশিয়ার করোনা জীবাণু আদৌ বেশি মারাত্মক নয়। ভারত থেকে মালয়েশিয়ায় ফেরা এক রেস্তোরাঁ মালিক সহ এক দল লোকের দেহে এই নতুন জীবাণু পাওয়া গিয়েছিল। চলতি সপ্তাহে সে দেশের স্বাস্থ্যবিভাগের ডিরেক্টর জেনারেল ফেসবুকে জানিয়েছিলেন তেমনই। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। পিটিআই জানাচ্ছে, সিএসআইআরের সংক্রমণ বিশেষজ্ঞ উপাসনা রায়ের মতে, মালয়েশিয়ার নতুন করোনাভাইরাস মোটেই নতুন নয়। এপ্রিলেই তার দেখা মিলেছিল। তা করোনার থেকেও বেশি ক্ষতিকর হলেও মানবদেহে সংক্রমণের পক্ষে চিন্তাজনক নয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post