সচিবালয়ে আগুন, কেরলে রাজনৈতিক তরজা চরমে


কেরলের সচিবালয়ে আগুন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মঙ্গলবার তিরুবনন্তপুরমে সচিবালয়ের নর্থ ব্লকে আগুন লাগে প্রোটোকল বিভাগে। জানা গিয়েছে, বেশকিছু ফাইব, নথি, কম্পিউটার আগুনে পুড়ে গিয়েছে। বিরোধী কংগ্রেস ও বিজেপি অভিযোগ করেছে, সোনা পাচার কেলেঙ্কারি ঢাকতেই আগুন লাগিয়ে নষ্ট করা হয়েছে ফাইলপত্র। উল্লেখ্য, গত ৫ জুলাই তিরুবনন্তপুরম বিমানবন্দরে ডিপ্লোম্যাটিক ব্যাগে ৩০ কেজি সোনা আটক হয়েছিল। তার দাম কম করেও ১৫ কোটি। তদন্ত আযয় এনআইএ-র হাতে। সেইসূত্রে জড়িয়ে পড়েছেন রাজ্যের মুখ্যসচিবও। বিজেপি নেতা কুম্মানম রাজশেখরন বলেছেন, প্রোটোকল অফিসে বহু গুরুত্বপূর্ণ ফাইল থাকে। পরিকল্পিতভাবেই সেগুলি নষ্ট করতেই আগুন লাগানো হয়েছে। তিনি তদন্ত দাবি করেছেন। একই অভিযোগ কংগ্রেসেরও। অগ্নিকাণ্ডের তদন্ত করবেন এডিজি মনোজ আব্রাহম। রাজ্যের মন্ত্রী সিপিএমের ই পি জয়রাজনের পাল্টা অভিযোগ, আগুন লাগিয়েছে বিরোধীরাই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post