বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি থাবা বসিয়েছিল খেলার জগতেও। ভারতেও লকডাউনের জেরে বন্ধ ছিল যাবতীয় খেলাধুলার আসর। এমনকি অনুশীলণেও ছিল নিষেধাজ্ঞা। মার্চ মাস থেকেই বন্ধ ঘরোয়া ফুটবল লিগ থেকে শুরু করে আই-লিগের ম্যাচ। অবশেষে কলকাতা ময়দানে শুরু হল অনুশীলণ। এবার তারকাখচিত দল গঠন করেছে কলকাতা ময়দানের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব মহমেডান স্পোর্টিং। সোমবার থেকে টেকনিক্যাল ডিরেক্টর (টিডি) তথা বিধায়ক দীপেন্দু বিশ্বাসের তত্ত্বাবধানেই শুরু হল অনুশীলণ। দ্বিতীয় ডিভিশন আই লিগের ম্যাচের জন্যই প্রি-সিজন ট্রেনিং শুরু করেছে সাদা-কালো ব্রিগেড। উল্লেখ্য, এবারের আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলবে কলকাতার দুটি দল। একটি মহমেডান স্পোর্টিং অন্যটি ভবানীপুর ক্লাব। সূত্রের খবর, সরকারের অনুমতি নিয়েই সমস্ত বিধিনিষেধ মেনেই ট্রেনিং শুরু করেছে মহমেডান ক্লাব কর্তৃপক্ষ। প্রথম দিন উইলিস প্লাজাদের ফিটনেস ট্রেনিংয়ের ওপরই জোর দিয়েছে কোচ ইয়ান ল।
আলোচনায় মগ্ন কোচ, টিডি ও সিনিয়র ফুটবলাররা…
Post a Comment
Thank You for your important feedback