![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6rIksu7EvuRIMcBw9E0ciAKC7a5WMGKNgKgZCo9oBkp57CQlN8LEBIwlnBY6G5V-ydcM5fozC8hzxMF0kEgaBgEHLjkhtq7UnTepeoesEqP0ZcQtH-_HFkADDk1MF1SH38TNWonzQymg/s1600/%25E0%25A6%2595%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%2587%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25AC%25E0%25A6%25A1%25E0%25A6%25BF.png)
শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে রহস্যজনকভাবেই উধাও হয়ে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগণার চম্পাহাটির কিশোর। শনিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালেই তাঁর দেহ মিলল বারুইপুর থানার চম্পাহাটির কাটাখাল থেকে। পুলিশের অনুমান খুন করে দেহ নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নুরহসেন সরদার (১৭) নামে ওই কিশোররে বাড়ি সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরপুর এলাকায়। পরিবারের দাবি, শনিবার সন্ধেয় চার বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। মোটরবাইকে বের হয় নুরহসেন। এরপর সারারাত বাড়ি ফেরেনি, এমনকি বন্ধ ছিল মোবাইলও। ফলে সারারাতই তাঁরা নুরহসেনের খোঁজ চালিয়েছেন বিভিন্ন এলাকায়। রবিবার সকালেই তাঁরা লোক মারফৎ খবর পান নুরহসেনের দেহ পড়ে রয়েছে কাটাখাল এলাকায়। সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে গিয়ে দেহ সনাক্ত করেন। খবর যায় পুলিশেও। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনাস্থলের কিছুটা দূরে একটি মোটরসাইকেল পড়ে ছিল। তবে সেটি কার সেটা জানতে খোঁজখবর শুরু করেছে পুলিশ। যে বন্ধুদের সঙ্গে নুরহসেন বের হয়েছিল মোটরবাইকটি তাঁদের কারোর কিনা জানার চেষ্টা করছে পুলিশ। তবে কিভাবে মৃত্যু হয়েছে বা আদৌ খুন হয়েছে কিনা ওই কিশোর জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback