সিবিআইয়ের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে উঠে এসেছে মাদকের বিষয়। ইডি জানিয়েছে, সুশান্তের মৃত্যুরহস্যে এটি নতুন মাত্রা যোগ যোগ করেছে। তারা বলেছে, সিবিআই ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে রিয়ার হোয়াটসঅ্যাপে মনে হচ্ছে, মৃত্যুরহস্যে এটি একটি মোড় হতে পারে। প্রশ্ন উঠছে, সুশান্তকে মাদক দেওয়া হত কিনা তা নিয়ে। তার জন্যই অভিনেতার স্বাস্থ্যের অবনতি হয়েছিল কিনা। ইতিমদ্যে মঙ্গলবারই সিবিআই সুশান্তের বন্ধু, রাঁধুনি ও ম্যানেজারকে জেরা করেছে। এবার ডাকা হতে পারে রিয়াকে। আগে সুশান্তের ফ্ল্যাটের সহ বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছে তারা। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, মুম্বই পুলিশ ইচ্ছা করেই সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট জমা করতে দেরি করেছে। কারণ তারা চেয়েছে তাঁর পেট থেকে বিষাক্ত পদার্থ যাতে তরলে মিশে গুলে যায়।
Post a Comment
Thank You for your important feedback