শাস্তির মুখে নেইমার


প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল প্যারিস সা জেরমেই বা পিএসজি। তাই আনন্দের চোটে করোনার স্বাস্থ্য নিয়মনীতি ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। সেই ভুলটাই করেছেন পিএসজির ব্রাজিল তারকা নেইমার। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে দল। গোল করেছেন ব্রাজিলের মার্কিনহোস, আর্জেন্টিনার অ্যানহেল ডি মারিয়া ও স্পেনের হুয়ান বের্নাত। ফাইনাল তো দূরস্থান, ক্লাবে নতুন মালিকানা আসার পর কোয়ার্টার ফাইনাল পেরোতেই ঘাম ছুটে যাচ্ছে তাঁদের। সেই পিএসজিই চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে এখন। ম্যাচ শেষে নেইমার-এমবাপ্পেদের আনন্দটা বাঁধনহারা হওয়াই স্বাভাবিক। করোনাভাইরাস আসার পর ফুটবলে নিয়মনীতির যেসব পরিবর্তন এসেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, ম্যাচের শেষে জার্সি বদল করা যাবে না। অথচ বহুদিন ধরেই এই রেওয়াজ চালু আছে। কিন্ত নিষেধ ভেঙে সেই কাজটাই করে বসেছেন নেইমার। ম্যাচ শেষ হওয়ার পর লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন নেইমার। উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন। এই নিয়ম যদি মানা হলে ফাইনাল ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার। নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজিকে। ফাইনালে বায়ার্ন মিউনিখ বা অলিম্পিক লিওঁর বিপক্ষে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা। এর আগে এপ্রিলে নেইমারোর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। তিনি রিও ডি দেনেইরোতে নিয়ম ভেঙে বিচ ফুটবল খেলেছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post