কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় জইশ এ মহম্মদ প্রধান মাসুদ আজহারের নাম চার্জশিটে উল্লেখ করছে এনআইএ। থাকছে তার ভাই আবদুল রউফ আসগরের নামও। এছাড়া, নিহত জঙ্গি মহম্মদ উমর ফারুক ও আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার ও পাকিস্তান থেকে কার্যকলাপ চালানো অন্য জঙ্গি সংগঠকদের নামও থাকছে। ৫ হাজার পাতার চার্জশিটে বিশদে এই হামলায় জড়িতদের বিবরণ দেওয়া হচ্ছে। দেড়বছর আগে ১৪ ফেব্রুয়ারি চল্লিশ জনেরও বেশি জওয়ান এই জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন। একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সিআরপি কনভয়ে ঢুকে এই বিস্ফোরণ ঘটায়। এনআইএ জানিয়েছে, তারা ধৃত ৬ জনের নামও চার্জশিটে রাখছে। জঙ্গিদের কললিস্ট দিয়ে তারা প্রমাণ করেছে এই হামলায় পাকিস্তানের ভূমিকা কী ছিল।
Post a Comment
Thank You for your important feedback