বেহালার সরশুনা রাখাল মুখার্জি রোডের একটি ফ্ল্যাটে তিনদিন ধরে বাবা ৮৭ বছরের রবীন্দ্রনাথ চ্যাটার্জির মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। প্রতিবেশীরা জানান, রবীন্দ্রনাথবাবুর স্ত্রী ছায়া চ্যাটার্জী ২০১৯ সালের মে মাসে মারা যান। তখনও প্রায় তিন থেকে চারদিন মৃতদেহ বাড়িতে আগলে রেখেছিলেন বাবা, মেয়ে, ছেলে।। আবার গতবছর ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথ চ্যাটার্জির ছেলে দেবাশিস চ্যাটার্জির মৃতদেহ বাবা ও মেয়ে আগলে রেখেছিলেন চার থেকে পাঁচ দিন। এবারও প্রায় তিন দিন ধরে বাবার মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে সরশুনা থানার পুলিশকে খবর দেযন। পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বেহালার সরশুনা রাখাল মুখার্জি রোডের একটি ফ্ল্যাটে তিনদিন ধরে বাবা ৮৭ বছরের রবীন্দ্রনাথ চ্যাটার্জির মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। প্রতিবেশীরা জানান, রবীন্দ্রনাথবাবুর স্ত্রী ছায়া চ্যাটার্জী ২০১৯ সালের মে মাসে মারা যান। তখনও প্রায় তিন থেকে চারদিন মৃতদেহ বাড়িতে আগলে রেখেছিলেন বাবা, মেয়ে, ছেলে।। আবার গতবছর ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথ চ্যাটার্জির ছেলে দেবাশিস চ্যাটার্জির মৃতদেহ বাবা ও মেয়ে আগলে রেখেছিলেন চার থেকে পাঁচ দিন। এবারও প্রায় তিন দিন ধরে বাবার মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে সরশুনা থানার পুলিশকে খবর দেযন। পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback