প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু মঙ্গলবার


মঙ্গলবার থেকেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। ওইদিন বিকেল চারটে থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী একজন ছাত্র দুটি বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তবে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবছর কোনও ফি লাগবে না আবেদনের জন্য। চলতি বছরে করোনা সংক্রমণের জন্য প্রেসিডেন্সিতে ভর্তির জন্য কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই পরীক্ষা নিয়ে থাকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হয়ে। তাই এবছর কীভাবে ভর্তি নেওয়া হবে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পরে সিদ্ধান্ত হয়েছে, অর্থনীতি ও রাশিবিজ্ঞান ছাড়া বাকি বিষয়গুলিতে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বর দেখা হবে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ভর্তি প্রক্রিয়া শুরু হবে। গত ১০ আগস্ট থেকে রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেলেও রাজ্যের এই দুই নামজাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে বিলম্ব হল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post