পুলওয়ামা কাণ্ডের NIA চার্জশিট ‘মনগড়া’, দাবি করল পাকিস্তান


গত মঙ্গলবার পুলওয়ামা কাণ্ডের চার্জশিট বিশেষ আদালতে পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। ১৩,৮০০ পাতার ওই চার্জশিটে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের সঙ্গে পাকিস্তানের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। বিপাকে পড়ে এই চার্জশিট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুলওয়ামায় জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের নাম জুড়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে ওই চার্জশিটে। পাশাপাশি তাঁরা আরও বলেছে, এনআইএ-র এই ‘মনগড়া’ চার্জশিট আসলে বিজেপির পাকিস্তান বিরোধিতার প্রতিচ্ছবি। পরিকল্পিতভাবেই বিজেপির সংকীর্ণ রাজনীতির বক্তব্য তুলে ধরা হয়েছে ওই ‘মনগড়া’ চার্জশিটে। পাকিস্তান আরও জানিয়ে, পুলওয়ামা হামলার পরই ইসলামাবাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিল ভারত। কিন্তু আমরা তদন্তে সবরকম সাহায্য করতে প্রস্তুত ছিলাম। ভারত সেভাবে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি বলেও অভিযোগ তুলছে পাকিস্তান।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট বিশেষ আদালতে পেশ করা এনআইএ চার্জশিটে ১৯ জন অভিযুক্তের নাম ছিল। সেখানে হামলার মূল চক্রী হিসেবে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান মৌলানা মাসুদ আজহার ও তাঁর ভাইপো মহম্মদ উমর ফারুকের নাম রয়েছে। চার্জশিটে বলা হয়েছে পাকিস্তানে বসেই এই হামলার ছক কষা হয়েছিল। সেইমতো আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ নিতে আফগানিস্তানে পাঠানো হয়। পরে তাঁরা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানে ফিরে আসে। এরপরই আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায়। পরে মাসুদ আজহারের ভাইপো ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পাকিস্তান। তাই হামলার দায় নিজেদের ঘাড় থেকে ঝেড়ে ফেলতেই এখন ‘মনগড়া’ চার্জশিট বলে আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ঠিক করতে মরিয়া পাকিস্তান। এখন দেখার এই বিবৃতির পাল্টা কি প্রতিক্রিয়া দেয় ভারত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post