সিআর ৭-এর দেশে আকর্ষণ এখন রবিবারের বিশ্বের অন্যতম সেরা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগের ফাইনাল। মুখোমুখি জার্মানির বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের প্যারিস সাঁ জারমা বা পিএসজি। ফাইনালের খেতাব জয়ে দুই দলেক অনেক মিল।দুটি দলই ত্রিমুকুট জয়ের সামেন দাঁড়িয়ে। জার্মান বুন্দশেলিগা ও জার্মান কাপ জিতেছে রবার্ট লেয়নভস্কি, টমাস মুলারের বায়ার্ন এবং ফরাসি লিগ ও ফরাসি কাপ জয়ী এমবাপে, পিএসজি। প্রশ্ন, নেইমাররা কি পারবে লক্ষ্যপূরণ করতে? ইতিমধ্যে ফ্রানজ বেকেনবাউয়ার কিন্তু সতর্কবার্তা দিয়েছেন ফর্মে থাকা বায়ার্নকে। তিনি বলেছেন, পিএসজি এমন একটা দল যাদের হাল্কাভাবে নিলে জয়ের স্বপ্ন তছনছ হয়ে যাবে। ফাইনাল সর্বদা ৫০-৫০। বায়ার্ন যদি তার স্বাভাবিক খেলা খেলতে পারে তবে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়। যদিও ইউরোপের প্রেস্টিজ গেম, তবুও বাঙালি রবিবার রাত জাগবে কেউ জার্মানির হয়ে, কেউ ফ্রান্সের হয়ে।
সিআর ৭-এর দেশে আকর্ষণ এখন রবিবারের বিশ্বের অন্যতম সেরা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগের ফাইনাল। মুখোমুখি জার্মানির বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের প্যারিস সাঁ জারমা বা পিএসজি। ফাইনালের খেতাব জয়ে দুই দলেক অনেক মিল।দুটি দলই ত্রিমুকুট জয়ের সামেন দাঁড়িয়ে। জার্মান বুন্দশেলিগা ও জার্মান কাপ জিতেছে রবার্ট লেয়নভস্কি, টমাস মুলারের বায়ার্ন এবং ফরাসি লিগ ও ফরাসি কাপ জয়ী এমবাপে, পিএসজি। প্রশ্ন, নেইমাররা কি পারবে লক্ষ্যপূরণ করতে? ইতিমধ্যে ফ্রানজ বেকেনবাউয়ার কিন্তু সতর্কবার্তা দিয়েছেন ফর্মে থাকা বায়ার্নকে। তিনি বলেছেন, পিএসজি এমন একটা দল যাদের হাল্কাভাবে নিলে জয়ের স্বপ্ন তছনছ হয়ে যাবে। ফাইনাল সর্বদা ৫০-৫০। বায়ার্ন যদি তার স্বাভাবিক খেলা খেলতে পারে তবে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়। যদিও ইউরোপের প্রেস্টিজ গেম, তবুও বাঙালি রবিবার রাত জাগবে কেউ জার্মানির হয়ে, কেউ ফ্রান্সের হয়ে।
Post a Comment
Thank You for your important feedback