বৃষ্টি ও পুলিশি তৎপরতায় রাজ্যজুড়ে কড়া লকডাউন


সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কখনও ভারী বৃষ্টি তো কখনও ঝমঝমিয়ে। এরমধ্যেই রাজ্যজুড়ে চলছে সার্বিক লকডাউন। ফলে লকডাউন উপেক্ষা করে রাস্তায় নেই সাধারন মানুষ। তবে তৎপর পুলিশ-প্রশাসন। শহর কলকাতা সহ আশেপাশের জেলাগুলির সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে কড়া নাকা চেকিং। ফলে বৃষ্টি ও পুলিশি নজরদারির জোড়া ফলায় বৃহস্পতিবার রাজ্যজুড়ে সার্বিক লকডাউন যথেষ্ট সফল হচ্ছে।

কলকাতা ও শহরতলি এলাকায় পুলিশি নজরদারি কড়া হলেও জেলায় জেলায় কিছু জায়গায় বজ্র আঁটুনি ফস্কা গেরো। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় কিছু দোকানপাট খুলতে দেখা গিয়েছে। রাস্তায় লোকজন ভিড়ও করেছেন। সেভাবে পুলিশের দেখা মেলেনি। বীরভূমের মুরারই থানা এলাকায় সকাল থেকে ছিলনা নাকা চেকিং, ফলে অবাধে রাস্তায় বেড়িয়েছেন মানুষজন। মুর্শিদাবাদের জঙ্গিপুরে যথারীতি বসে যায় বাজার। সেখানে সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে বেচাকেনা করলেন অসংখ্য মানুষ। আবাধেই চলল ব্যবসা, দেখা নেই পুলিশের।

এই জেলার রঘুনাথগঞ্জেও দেখা গেল একই চিত্র। সেখানেও খোলা রয়েছে দোকানপাট। মালদা জেলার ইংরেজবাজার, রতুয়া এলাকাতেও খোলা বেশকিছু দোকান। চলছে বেচাকেনা। শিলিগুড়িতে অবশ্য পুলিশের কড়া ভূমিকা চোখে পড়ল। লকডাউন উপেক্ষা করে রাস্তায় বের হওয়া যুবককে কান ধরে ওঠবোস করায় পুলিশ। একই চিত্র কোচবিহারেও, সমস্ত দোকানপাট বন্ধ থাকলে চাকির মোর, নতুন বাজার এলাকায় দোকান খোলা ছিল। বেশ কিছু মানুষ লকডাউন উপেক্ষা করে বাইরে বেরিয়েছিলেন। শাস্তি দিতে তাঁদের রাস্তার ধারেই কান ধরে ওঠবোস করায় পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার রামতরক হাটে দেখা গেল অন্য চিত্র। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে সকাল থেকে চলছে বেচাকেনা। সকাল থেকে পুলিশ নির্বিকার থাকলেও বেলার দিকে সেখানে গিয়ে হাট বন্ধ করায় পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজারেও একই ছবি ধরা পরল। বেশ কয়েকটি দোকান খুলেছিল লকডাউন উপেক্ষা করেই। সেখানে ভিড়ও জমিয়েছিল সাধারণ মানুষ। তবে বিক্ষিপ্ত কয়েকটি এলাকায় ব্যতিক্রমী ছবি দেখা গেলেও সার্বিকভাবে রাজ্যজুড়েই চলছে কড়া লকডাউন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post