গভীর কোমায় প্রণব, ১৪ দিনেও ভেন্টিলটরে


গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। রবিবার সকালে দিল্লির সেনা হাসপাতাল বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও গভীর কোমায় রয়েছেন। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। তবে উদ্বেগের মধ্যেও আশার আলো এই যে, প্রণববাবুর শারীরিক মানদণ্ডগলি এখনও স্থিতিশীল। এমনটাই জানানো হয়েছে দিল্লির সেনা হাসপাতাল থেকে। উল্লেখ্য, বাথরুমে পড়ে গিয়ে বর্ষীয়ান এই রাষ্ট্রনেতার মস্তিস্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। পাশাপাশি তাঁর করোনা রিপোর্টও পজিটিভ আসে। ঝুঁকি নিয়েই মস্তিস্কে অস্ত্রোপচার করা হয় প্রণববাবুর। এরপর থেকেই ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। যদিও কখনও সখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু কোমায় থাকা অবস্থাতেই তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়ায়। যদিও হাসপাতাল থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সংক্রমণ কমেছে। তবে গত দুদিন প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলেই সেনা হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। এখনও গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রণব মুখোপাধ্যায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post