মুম্বই নয়, মহারাষ্ট্রে সবথেকে বেশি করোনা সংক্রমণ এখন পুনেয়। এখন এই শহরই দেশে করোনা সংক্রমণের কেন্দ্রে। এদিকে, মহারাষ্ট্র সংক্রমণের নিরিখে দক্ষিণ আফ্রিকাকেও ছাপিয়ে গিয়েছে। রাজ্যে মোট সংক্রমিত ৫,৯৫,৮৬৫ জন, দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত শনাক্ত ৫,৮৭,৩৪৫ জন। বিশ্বে সংক্রমণ তালিকায় দক্ষিণ আফ্রিকা ৫ নম্বরে। তবে মৃতের তালিকায় ফের দেশের একনম্বরে উঠে এসেছে মুম্বই। মুম্বইয়ে মারা গিয়েছেন ৭,১৩৩ জন, পুনেয় ৩,১৯৩ জন। রবিবার মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ছিল গত ৪ দিনে সবথেকে কম। মারা গিয়েছেন তিনশোরও কম। মহারাষ্ট্রে মোট মৃত এখন ২০ হাজার ৩৭। মহারাষ্ট্রে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৯.৮২ শতাংশ। মৃতের হার ৩.৩৬ শতাংশ।
মুম্বই নয়, মহারাষ্ট্রে সবথেকে বেশি করোনা সংক্রমণ এখন পুনেয়। এখন এই শহরই দেশে করোনা সংক্রমণের কেন্দ্রে। এদিকে, মহারাষ্ট্র সংক্রমণের নিরিখে দক্ষিণ আফ্রিকাকেও ছাপিয়ে গিয়েছে। রাজ্যে মোট সংক্রমিত ৫,৯৫,৮৬৫ জন, দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত শনাক্ত ৫,৮৭,৩৪৫ জন। বিশ্বে সংক্রমণ তালিকায় দক্ষিণ আফ্রিকা ৫ নম্বরে। তবে মৃতের তালিকায় ফের দেশের একনম্বরে উঠে এসেছে মুম্বই। মুম্বইয়ে মারা গিয়েছেন ৭,১৩৩ জন, পুনেয় ৩,১৯৩ জন। রবিবার মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ছিল গত ৪ দিনে সবথেকে কম। মারা গিয়েছেন তিনশোরও কম। মহারাষ্ট্রে মোট মৃত এখন ২০ হাজার ৩৭। মহারাষ্ট্রে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৯.৮২ শতাংশ। মৃতের হার ৩.৩৬ শতাংশ।
Post a Comment
Thank You for your important feedback